January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 16th, 2022, 7:31 pm

কথার ফুলঝুরি নিয়ে হাজির হচ্ছেন কোনাল

অনলাইন ডেস্ক :

চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী কোনাল তার গান দিয়ে কোটি মানুষের কাছে পৌঁছেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জনপ্রিয় এ গায়িকা এবার তার কথার ফুলঝুরিতে দর্শকদের মজাতে আসছেন। আরও পরিষ্কার করে বলতে গেলে, উপস্থাপনায় হিসেবে দেখা যাবে কোনালকে। উপমহাদেশের অন্যতম আলোচিত মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’র ১৭তম আসর বসতে যাচ্ছে আগামী মঙ্গলবার। পদ্মা সেতুর ওপারে শেখ রাসেলের জন্মদিনে শেখ রাসেল ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে থাকছে নানামাত্রিক চমক। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আয়োজক কর্তৃপক্ষ বলছেন, পদ্মাপাড়ে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় রঙিন আয়োজন। মিউজিক অ্যাওয়ার্ডে উপস্থিত থাকবেন সংগীতসহ সব অঙ্গনের তারকারা। এই আয়োজনটি উপস্থাপনা করবেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী সোমনুর মনির কোনাল। এর আগে সিঙ্গাপুরে চ্যানেল আই পারফর্মেন্স অ্যাওয়ার্ডের উপস্থাপনা করেছিলেন কোনাল। বলেন, সেটি ছিল ৭-৮ বছর আগে ঘটনা। তবে এবার ঐক্যডটকম ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ হচ্ছে আরও বড় এবং গ্র্যান্ড আয়োজন। তাছাড়া ক্যান্ট এলাকায় সৈনিকদের সামনে কাজটি করবো, যারা সবসময় দেশের জন্য নিবেদিত থাকেন। তাই এই অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্ব নেয়াটা আমার জন্য অত্যন্ত গৌরবের বলে মনে করি। কোনাল বলেন, এই অ্যাওয়ার্ড আয়োজন উপমহাদেশের সংগীত অঙ্গনে অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড হিসেবে গণ্য করা হয়। এবারের আয়োজনে বিভিন্ন চমক রয়েছে। এতোবড় অনুষ্ঠান উপস্থাপনা করাটা আসলে অনেক বড় দায়িত্বের ব্যাপার। বিভিন্নভাবে নিজেকে প্রস্তুত করছি। যেহেতু অনুষ্ঠান হবে চমকে ভরপুর, তাই উপস্থাপনার মধ্যে চমক রাখার চেষ্টা থাকবে। পরিকল্পিত আয়োজনের মধ্যে তাৎক্ষনিক কিছু করার চেষ্টা থাকবে। শুরু থেকে শেষ পর্যন্ত কোনাল উপস্থাপনা করলেও কয়েকটি সেগমেন্টে মঞ্চে উপস্থাপনা করবেন ইমরান মাহমুদুল, অপু মাহফুজ। অনুষ্ঠানটি চলতি মাসের শেষে চ্যানেল আইয়ের পর্দা এবং চ্যানেল আইয়ের ইউটিউবে প্রচার হওয়ার কথা রয়েছে।