January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 16th, 2022, 7:33 pm

আবারও বড় পর্দায় পূর্ণিমা

অনলাইন ডেস্ক :

দীর্ঘদিন ধরেই বড় পর্দার আড়ালে দিলারা হানিফ পূর্ণিমা। তবে এবার বিরতি ভেঙে বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন। আজ রোববার থেকে নতুন সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। সিনেমার নাম ‘আহারে জীবন’। পরিচালনা করছেন ছটকু আহমেদ। সিনেমাটি নির্মিত হচ্ছে সরকারি অনুদানে। জানা গেছে, সিনেমাটির প্রথম পর্যায়ের শুটিং হবে ঢাকার উত্তরার বিভিন্ন এলাকায়। শুটিং চলবে টানা কয়েকদিন। এ বিষয়ে পূর্ণিমা বলেন, সিনেমার গল্প শুনে ভালো লেগেছে। তাছাড়া ছটকু ভাই অভিজ্ঞ একজন নির্মাতা। তার নির্মিত সালমান শাহকে নিয়ে ‘সত্যের মৃত্যু নেই’ ও ‘বুকের ভেতর আগুন’ সিনেমা দুটি দর্শকপ্রিয়। এমন গুণী পরিচালকের সিনেমাতে কাজ করতে যাচ্ছি, এটা ভালোলাগার বিষয়। তিনি আরও বলেন, আমার বন্ধু ফেরদৌসও থাকছেন ‘আহারে জীবন’ সিনেমায়। ইতোমধ্যে সূচরিতা ম্যাডামও যুক্ত হয়েছেন। সব মিলিয়ে আশা করছি একটি ভালো সিনেমা হবে।