অনলাইন ডেস্ক :
সেরা উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন আলো। রাবেয়া বেগমের হাত ধরে মঞ্চে উঠে আলম থেকে আলো হয়ে ওঠা মানুষটা। কিন্তু রাবেয়া বেগম আলোকে কমন জেন্ডার নয়, কমন মানুষ বলতে চান। কেননা, সব মানুষের ভেতর কমন যেসব গুণাবলি থাকা দরকার, তা আছে আলোর ভেতর। তাই আলো কমন মানুষ। আলম কিংবা আলো নামে ডাকার চেয়ে তার কাছে আদর্শ মানুষ হয়ে ওঠার গল্প শোনা খুব জরুরি সবার জন্য। কী সেই গল্প? জানতে হলে দেখতে হবে বাংলাদেশ টেলিভিশনের নাটক ‘কমন মানুষ’। নাটকটির অন্যতম চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি। তিনি বলেন, ‘কাজটি করতে গিয়ে অন্যরকম একটা অভিজ্ঞতা হলো। এমন ভিন্ন চরিত্র তো সচরাচর মেলে না। ফলে কাজটি করতে গিয়ে ভীষণ ভালো লেগেছে। মনে হয়েছে, তৃতীয় লিঙ্গের মানুষগুলোর জন্য কিছু হলেও করতে পেরেছি।’ নাসরিন মুস্তফার রচনায় এটি প্রযোজনা করেছেন কামাল উদ্দিন আহম্মেদ। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মনিরা ইউসুফ মেমী, মোমেনা চৌধুরী, দেওয়ান সাইফুল, রফিকউল্লাহ, তারেকুজ্জামান তপন, খন্দকার ইসমাইল, জিয়াউল হাসান কিসলু, গোলাম মোর্শেদসহ অনেকে। প্রচার হবে ১৫ অক্টোবর রাত ৯টায় বিটিভিতে।
আরও পড়ুন
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা