January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 16th, 2022, 7:39 pm

দুবাই শহরে মৌসুমী-ওমর সানী দম্পতি

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা ওমর সানী দম্পতি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে গেছেন। সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন ওমর সানী। ভ্রমণকালের কয়েকটি ছবিও পোস্ট করেছেন অভিনেতা। ছবিগুলোতে দুজনকে একত্রে বিভিন্ন মুহূর্তে দেখা যাচ্ছে। আরেক ছবিতে উড়জাহাজের ভেতর থেকে উড়াল দেওয়ার মুহূর্ত জানান দিচ্ছিলেন এই তারকা দম্পতি। ক্যাপশনে লিখেছেন, ‘বাই বাই ঢাকা। স্বাগতম দুবাই। ’ কেন হঠাৎ দুবাই? এ প্রশ্নের উত্তর অবশ্য জানাননি অভিনেতা। এই পোস্টের এক দিনের ব্যবধানে ওমর সানী দেশটির আরেক শহর থেকে চেক ইন দিয়েছেন। কয়েকটি ছবি পোস্ট করে জানালেন, তিনি এখন শারজাহ শহরে। অবশ্য ওই সব ছবিতে ওমর সানীর সঙ্গে মৌসুমীকে দেখা গেল না। কিছুদিন আগেই মৌসুমী-ওমর সানীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। জায়েদ খানকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া ওই দ্বন্দ্ব অনেক দূর পর্যন্ত গড়ায়। সংসারে ফাটল তৈরি হয়। যেকোনো মুহূর্তে ভেঙেও যেতে পারে বলে আশঙ্কা করছিলেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। তবে শেষ পর্যন্ত তেমন কিছুই ঘটেনি। আর এখন যে দুজনই একত্রে ভালো রয়েছেন, তা এ ভ্রমণই বলে দিচ্ছে।