অনলাইন ডেস্ক :
দেশের ৫৭টি জেলা পরিষদ (জেলা পরিষদ) নির্বাচনে সোমবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে।
গাইবান্ধা উপ নির্বাচনের মতই সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকার নির্বাচন ভবনের মনিটরিং সেল থেকে সব জেলার ভোটের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন।
সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয় এবং কোনো বিরতি ছাড়াই চলবে দুপুর ২টা পর্যন্ত। জেলা প্রশাসকরা নিজ নিজ জেলায় নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
নির্বাচনে সারাদেশে ৪৬২টি কেন্দ্রের ৯২৫টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৬০ হাজার ৮৬৬ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।
অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা জেলা পরিষদ নির্বাচনে ভোটা দেয়ার যোগ্য।
নির্বাচন ভবনের মনিটরিং সেল থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল রবিবার বলেছেন, গাইবান্ধার উপনির্বাচনের মতোই জেলা পরিষদ নির্বাচনেও প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে।
এর আগে ‘ব্যাপক অনিয়মের’ অভিযোগে গাইবান্ধা-৫ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত করে ইসি।
আরও পড়ুন
গঙ্গাচড়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিশুদের মাঝে মশারী, ছাতা ও ফলদ চারা বিতরণ
সিলেটে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
শুধু খাদ্যের উৎপাদন বৃদ্ধি নয়, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা প্রদান করতে হবে: সিকৃবি ভিসি