January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 17th, 2022, 7:11 pm

‘অগ্নি ৩’ সিনেমার পোস্টারে নেই মাহি

অনলাইন ডেস্ক :

‘অগ্নি ২’ মুক্তির ৭ বছর পর ‘অগ্নি ৩’ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এদিকে গত রোববার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয় ‘অগ্নি ৩’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। জানা গেছে, সিনেমাটির কাজ শুরু হবে ২০২৩ সালের এপ্রিল মাসে। বিশ্বব্যাপী সিনেমাটি ডিস্ট্রিবিউট করবে হলিউডের একটি প্রতিষ্ঠান। অগ্নি সিরিজে এর আগের দুইটি ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার কে হচ্ছেন অগ্নি? এমন প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, এই সিনেমায় মাহিয়া মাহি এবার নেই। এ ছাড়া আর কোনো কিছুই বলতে চাচ্ছি না এখন। তিনি আরও বলনে, ‘যে মেয়েটিকে অগ্নি হিসেবে নির্বাচন করা হয়েছে অ্যাকশনের জন্য সে হাইলি ট্রেইন্ড (বেশ প্রশিক্ষিত)। তার বডি ফ্লেক্সিবিলিটি অসাধারণ। আমি বিশ্বাস করি তিনি নির্বাচকদের যেমন অবাক করেছেন, তেমনি দর্শকদেরও চমকে দিতে সফল হবে।’ প্রযোজক আবদুল আজিজের গল্প ভাবনায় ‘অগ্নি ৩’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।