January 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 17th, 2022, 7:39 pm

আফগানিস্তানের কাছেও হেরে গেলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

চরম ব্যাটিং ব্যর্থতায় অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ। সোমবার (১৭ অক্টোবর)
৬২ রানের জয় তুলে নিয়েছে মোহাম্মদ নবির দল। আফগানদের করা ১৬০ রানের জবাবে ২৯ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত ৯৮ রান করতে পেরেছিল। ভয়ংকর হয়ে উঠেছিলেন আফগান পেসার ফজলহক ফারুকী। রান তাড়ায় নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ১৯ রানে নাজমুল হোসেন শান্তকে দিয়ে শুরু। ফজলহক ফারুকীর বলে বোল্ড হওয়ার আগে তিনি করেন ৯ বলে ১২ রান। সাব্বির রহমানের জায়গায় বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া সৌম্য সরকার ৪ বলে ১ রান করে স্টাম্পড হন মুজিব উর রহমানের ওভারে। অধিনায়ক সাকিবও ভালো খেলতে পারেননি। ফারুকীর বলে বোল্ড হওয়ার আগে ৪ বলে ১ রান করেই আউট হন। পরের বলেই ‘গোল্ডেন ডাক’ মারেন আফিফ হোসেন। এরপর ইয়াসির আলীও ‘গোল্ডন ডাক’ মারলে ২৯ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ! এই ধাক্কা আর সামলানো যায়নি। নুরুল হাসান সোহান ৮ বলে ১৩ আর মিরাজ ৩১ বলে ১৬ রান করে আউট হন। শেষদিকে মোসাদ্দেকের ২৫ বলে ২০ আর মুস্তাফিজের ২৫ বলে অপরাজিত ১৮* রান পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছে। ২০ ওভারে ৯ উইকেটে ৯৮ রানে থামে বাংলাদেশ। আফগানরা পায় ৬২ রানের জয়। পেসার ফজলহক ফারুকী নিয়েছেন ৯ রানে ৩ উইকেট। ফরিদ মালিক নিয়েছেন ৩১ রানে ২টি। এর আগে অ্যালান বোর্ডার ফিল্ডে টসে জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান তোলে আফগানিস্তান। ইব্রাহিম জাদরান ৩৯ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। শেষ দিকে ঝড় তুলে অধিনায়ক মোহাম্মদ নবি ১৭ বলে ৫ ছক্কা ও ১ চারে ৪১ রানে অপরাজিত থাকেন। ওপেনার রাহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে এসেছে ২৭ রান। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ৪ ওভারে ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন। সাকিব আল হাসান ২ উইকেট নিলেও ৪ ওভারে দিয়েছেন ৪৬ রান। হাসান মাহমুদ ৪ ওভারে ২৪ রানে নেন ২ উইকেট।