দেশের এক কোটি নিম্ন আয়ের পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ। (টিসিবি) সোমবার রাজধানীর লালমাটিয়ায় এই বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রাথমিকভাবে টিসিবির মনোনীত ডিলারদের মাধ্যমে রাজধানীসহ সারাদেশে মসুর ডাল, চিনি, সয়াবিন তেল ও পেঁয়াজ- এই চারটি পণ্য বিক্রি করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে,কার্ডধারী পরিবারগুলো ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা কেজি দরে দুই লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা কেজি দরে দুই কেজি পেঁয়াজ কিনতে পারবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া অনুষ্ঠানে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম শফিকুজ্জামান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম, অনু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম প্রমুখ।
—-ইউএনবি
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট
দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব
শেখ হাসিনা সুবিধা দেওয়ায় সীমান্তের ১৬০ জায়গায় বেড়া দিয়েছে ভারত: রিজভী