জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে পার্কিং শেডের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের পার্কিং সেডের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইমরুল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌসিফ আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহণকারীরা।
উদ্বোধন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কালেক্টর মসজিদের পেশ ইমাম শাহ আলম।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, আমার অফিসে সেবা নিতে আসা মানুষ ও পাশাপাশি আমার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের মোটরসাইকেল ও যানবাহন নিরাপত্তার জন্য আজকে আমি পার্কিং শেডের উদ্বোধন করেছি।
তিনি আরো বলেন, পার্কিং শেডের পাশাপাশি মানুষদের জন্য বসার জায়গা করা হয়েছে।
সিলেটে ডিসি অফিসে পার্কিং শেডের উদ্বোধন

আরও পড়ুন
রংপুর হাইওয়েপুলিশের জনসচেতনতা ও কঠোর আইন প্রয়োগে দুর্ঘটনা রোধে নতুন উদ্যোগ
গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন এবং বিচক্ষণ নেতৃত্ব-ই তারেক রহমানকে মহানায়কে পরিণত করেছে
উন্নয়ন বিচ্যুতিতে রংপুর রেলওয়ে স্টেশন মাসে আয় কোটি টাকা, উন্নয়নে মন নেই