January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 18th, 2022, 7:27 pm

শুক্রবার উর্মিলার পার্লার উদ্বোধন করবেন শাকিব

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর রাজধানীর বনানীতে একটি পার্লার ও লেজার ক্লিনিক খুলতে যাচ্ছেন। আগামী শুক্রবার গ্লোম্যাক্স নামে এই বিউটি পার্লার ও লেজার ক্লিনিক উদ্বোধন করতে আসছেন শাকিব খান। বিষয়টি নিশ্চিত করেছেন উর্মিলা নিজেই। উর্মিলা এই মুহূর্তে রয়েছেন ভারতের চেন্নাইয়ে। সেখান থেকেই মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে বলেন, শাকিব ভাইয়া আমাদের এই পার্লার ও লেজার ক্লিনিকটা উদ্বোধন করতে রাজি হয়েছেন। তিনি শুক্রবার আসবেন। জানা গেছে, উইমেন্স ক্লাব নামে এটি এতোদিন ধরে পরিচালিত হয়ে আসছিল। কিন্তু সম্প্রতি এটিকে অনেকটাই পুরোপুরি পরিবর্তন করা হয়েছে। এটি গ্লোম্যাক্স নামে যাত্রা শুরু করছে। এ প্রসঙ্গে উর্মিলা বলেন, আসলে উইমেন্স ক্লাব নাম থাকায় অনেকেই কনফিউজড হয়ে যেত। মনে করতো এটা শুধুই মেয়েদের।, কিন্তু এর লেজার সেকশন ছেলে ও মেয়ে উভয়ের। যার ফলে নতুন নামে, নতুনভাবে আমাদের যাত্রা শুরু হচ্ছে। উর্মিলা শ্রাবন্তী কর লাক্স তারকা থেকে অভিনয়ে আসেন। এখন তিনি অভিনয় শিল্পী সংঘের দায়িত্বশীল পদেও রয়েছেন। উর্মিলা মাকে নিয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসার জন্য গিয়েছেন।