Wednesday, October 19th, 2022, 7:42 pm

করোনাকালের গল্প নিয়ে ‘আহারে জীবন’

অনলাইন ডেস্ক :

সমাজবাস্তবতা নিয়ে নির্মাতা ছটকু আহমেদ নির্মাণ করছেন ‘আহারে জীবন’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন ফেরদৌস-পূর্ণিমা ও জয় চৌধুরী-মৌমিতা মৌ। গত ১৬ অক্টোবর থেকে রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ শুরু হয়েছে। নির্মাতা জানান, প্রথম লটে টানা ছয়দিন শুটিং হবে। সিনেমা প্রসঙ্গে জয় চৌধুরী বলেন, ‘আহারে জীবন’ চলচ্চিত্রে আমরা কেউ নায়ক নায়িকা নই! গল্প নিজেই মূল নায়ক নায়িকা। আমরা শুধু চরিত্রগুলো প্লে করছি। গল্পে কারোনাকালীন দুই প্রতিবেশীর মধ্যকার নানা বিষয় উঠে এসেছে। এতে ফেরদৌস ভাই ও আমাকে আলাদা দুটি পরিবারের দেখানো হয়েছে।’ সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটিতে আরো অভিনয় করছেন সুচরিতা, অরুণা বিশ্বাস, শাহানূর ও মিশা সওদাগরসহ অনেকে। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর পূর্ণিমা ক্যামেরার সামনে দাঁড়ালেন।