নিজস্ব প্রতিবেদক, রামগড় :
এতদিন মায়ানমার থেকে ইয়াবার চালান আসলেও এখন ভারত থেকেও পাচার হয়ে আসছে এ মাদক। বুধবার (১৯ অক্টোবর) খাগড়াছড়ির রামগড় সীমান্তে ভারতের ত্রিপুরা থেকে পাচার হয়ে আসা প্রায় ১২ হাজার ৬০০ পিচ ভারতীয় ইয়াবা আটক করেছে বিজিবি।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ববুবার ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে ৪৩ ব্যাটালিয়নের আওকাধিন রামগড় পৌরসভার সীমান্তবর্তী ফেনীরকুল নামক স্থান থেকে ভারতীয় ইয়াবাগুলো আটক করা হয়। গোপনসূত্রে খবর পেয়ে ঐ এলাকায় অভিযানে যায়। বিজিবির টহলদলের আগমন টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ো যায়। এসময় সীমান্তবর্তী ফেনীর কূল নামক স্থান হতে প্রায় ১২ হাজার ৬০০ পিচ ভারতীয় ইয়াবা জব্দ করে বিজিবি। জব্দকৃত ইয়াবার মূল্য ৩৭ লক্ষ ৭৭ হাজার টাকা।
অপরদিকে, সীমান্তবর্তী মন্দিরঘাট নামক স্খান থেকে কাশিবাড়ি বিওপির বিজিবি সদস্যরা ভারতীয় মদের একটি চালান আটক করে।
রামগড়স্থ ৪৩ বিজিবির পরিচালক
লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, মাদক বিরোধী চলমান অভিযানে ভারতীয় ইয়াবা ও মদ আটব করা হয়েছে। তিনি বলেন, ৪৩ বিজিবির আওতাধিন রামগড়, উত্তর ফটিকছড়ি ও মিরেরসরাইয়ের ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার প্রতিরোধে বিজিবি দিবারাত্রি তৎপর। মাদক বিরোধী অভিযানে বিজিবিকে সহায়তায় জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি