January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 20th, 2022, 7:48 pm

এবারই প্রথম সৌদি আরবে গান গাইবেন মমতাজ

অনলাইন ডেস্ক :

সৌদি আরবের জেদ্দায় প্রথমবার গান গাইবেন বাংলা লোকসংগীতের কিংবদন্তি গায়িকা ও সংসদ সদস্য মমতাজ বেগম। এরইমধ্যে তিনি সৌদি আরবে পৌঁছেছেন। সেখানে পৌঁছলে মমতাজ বেগমকে আয়োজক কর্তৃপক্ষ সাদরে বরণ করেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন মমতাজ বেগম। জানা গেছে, আজ শুক্রবার জেদ্দার ফুরুশিয়া আছফানে অনুষ্ঠিতব্য ‘প্রবাসে আনন্দ উৎসব ২০২২’ নামের অনুষ্ঠানে গান গাইবেন তিনি। এর আগে বৃহস্পতিবার (২০ অক্টোবর) মক্কা-মদীনায় কাবাঘর ও হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেন মমতাজ। এ বিষয়ে নিশ্চিত করে মমতাজ ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘নিয়ত গুণেই বরকত, উদ্দেশ্য পবিত্র মক্কা, মদিনা জিয়ারত। তারপর নিজের কর্ম। সবার কাছে দোয়ার দরখাস্ত রইল।’ মমতাজ বলেন, ‘এর আগে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে গান করেছি। মধ্যপ্রাচ্যেও গিয়েছি অনেকবার। তবে এবার প্রথম সৌদি আরবে গাওয়া হবে। আশা করি সৌদি প্রবাসী ভাই-বোনদের সঙ্গে দারুণ অভিজ্ঞতা হবে।’ মমতাজ কনসার্ট শেষে কিছুদিন সৌদিতে অবস্থান করবেন বলে জানা গেছে। ফিরবেন এ মাসেই।