January 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 20th, 2022, 7:56 pm

এলচেকে হারিয়ে রিয়ালের শীর্ষস্থান মজবুত

অনলাইন ডেস্ক :

দুই অর্ধ মিলিয়ে তিনটি গোল হতে গিয়েও হলো না রিয়াল মাদ্রিদের। বারবার তাদের উদযাপন থেমে গেল ভিএআর-এ। দুবার হতাশায় পোড়ার পর জালের দেখা পেলেন করিম বেনজেমা। দাপুটে ফুটবলে শেষ পর্যন্ত বড় জয় পেল তার দলও। এলচের মাঠে বুধবার রাতে লা লিগার ম্যাচে ৩-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। ফেদে ভালভেরদের নৈপুণ্যে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। শেষ দিকে তৃতীয় গোলটি করেন মার্কো আসেনসিও। ১০ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ের পর রিয়ালের পয়েন্ট হলো ২৮। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬ পয়েন্ট কম নিয়ে আছে দুইয়ে। ম্যাচের ষষ্ঠ মিনিটেই প্রতিপক্ষের জালে বল পাঠান দুদিন আগে র্বষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জয়ী বেনজেমা। তবে ভিএআরে অফসাইডের সিদ্ধান্তে সে যাত্রায় থেমে যায় তাদের উল্লাস। পাঁচ মিনিট পরেই অবশ্য এগিয়ে যায় রিয়াল। ভিনিসিউস জুনিয়রের শটে বল প্রতিপক্ষের একজনের গায়ে লেগে চলে যায় বক্সের বাইরে ভালভেরদের কাছে। প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়েই জোরাল শটে গোলটি করেন উরুগুয়ের এই মিডফিল্ডার। পাসিং ফুটবলে শাণানো দারুণ এক আক্রমণে ২৬তম মিনিটে বেনজেমার সঙ্গে ওয়ান-টু খেলে লক্ষ্যভেদ করেন ডাভিড আলাবা। তবে ভিএআর-এর সাহায্যে কিঞ্চিৎ ব্যবধানে অফসাইডের বাশি বাজান রেফারি। তিন মিনিট পর উল্টো গোল খেতে বসেছিল রিয়াল। তবে পাল্টা আক্রমণে নিকোলাস ফের্নান্দেসের দূরের পোস্টে নেওয়া শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান থিবো কোর্তোয়ার চোটে কয়েক ম্যাচ ধরে নিয়মিত পোস্ট সামলানো আন্দ্রি লুনিন। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ম্যাচে নিজেদের দ্বিতীয় সেরা সুযোগটি পায় এলচে। তবে বক্সে ফাঁকায় পাস পেয়ে উড়িয়ে মারেন লুকাস বোয়ে। চার মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে বেনজেমার বুলেট গতির শট ঝাঁপিয়ে ঠেকান স্বাগতিক গোলরক্ষক এদগার বাদিয়া। ৬০তম মিনিটে আবারও জালে বল পাঠান বেনজেমা। আবারও ভিএআরে ধরা পড়ে অফসাইড। ৫৮তম মিনিটে বাঁ থেকে বেনজেমার বাড়ানো বল দারুণ পজিশনে পেয়েও গোলরক্ষক বরাবর দুর্বল হেড করেন রদ্রিগো। অবশেষে ৭৫তম মিনিটে গিয়ে গোলের আনন্দে ডানা মেলেন বেনজেমা। ডি-বক্সে বল বাড়িয়ে আরেকটু ডান দিকে এগিয়ে যান তিনি, প্রথম ছোঁয়ায় কাটব্যাক করেন রদ্রিগো। এরপর নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি তারকা। পাঁচ ম্যাচের গোল খরা ক্লাসিকো দিয়ে কাটানো বেনজেমা টানা দ্বিতীয় ম্যাচে জালের দোখা পেলেন। গত মৌসুমের পিচিচি ট্রফি জয়ী স্ট্রাইকারের এবারের লিগে গোল হলো ৫টি। নির্ধারিত সময় শেষের আগের মিনিটে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন সাত মিনিট আগে টনি ক্রুসের বদলি নামা আসেনসিও। বাঁ দিক থেকে রদ্রিগোর উঁচু করে বাড়ানো বল বক্সে ফাঁকায় ভলিতে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার। নিজেদের পরের ম্যাচে আগামী রোববার সেভিয়ার মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়নরা।