January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 23rd, 2022, 7:16 pm

হাসপাতালে অমিতাভ

অনলাইন ডেস্ক :

শুটিং চলাকালীন বাঁ পায়ে ধাতব বস্তু পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বাঁ পায়ের শিরা কেটে যাওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৮০ বছর বয়সী কিংবদন্তী এই অভিনেতাকে। জানা গেছে, ইতোমধ্যেই অভিনেতার পায়ের কাটা অংশের সেলাই করানো হয়েছে। মূলত তার রক্ত সঞ্চালন স্বাভবিক করার জন্যই পায়ে বিশেষ প্রকারের চিকিৎসা চলছে। পাশাপাশি তাকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’-এর শুটিং করার সময় অমিতাভের পায়ে একটা ধাতব বস্তু পড়ে। যার জেরে বাঁ পায়ে গুরুতর আঘাত পেয়েছেন অভিনেতা। আঘাতের খবর নিজেই ব্লগে জানিয়ে অমিতাভ লিখেছেন, ‘বাঁ পায়ের কাফ মাসলে আঘাত লেগে শিরা কেটে গিয়েছে। শিরা কেটে গলগল করে রক্ত বের হচ্ছিল। চিকিৎসকরা ওটিতে নিয়ে গিয়ে স্টিচ করলেন। তখনও স্থির ছিলাম। তবে আপাতত পুরোপুরি ভাবে হাঁটাচলা করতে বারণ করেছেন চিকিৎসকরা।’’ এদিকে কিংবদন্তী এই অভিনেতার চোট পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তাঁর ভক্তরা। তবে ভক্তদের উদ্দেশে অমিতাভ জানিয়েছেন, বর্তমানে তিনি ঠিক রয়েছেন। সূত্র: ইন্ডিয়া টুডে