January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 23rd, 2022, 7:20 pm

বাংলা গানের শুটিং এবার কানাডা থেকে দুবাই

অনলাইন ডেস্ক :

প্রবাসে বসে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন আশরাফুল পাভেল। সুদূর কানাডায় বসে তৈরি করছেন বাংলা গান। যে গানে আছে নিজস্ব আঞ্চলিকতার টান। বিদেশের মাটিতেই শুটিং করে ভিডিও নির্মাণ করেন সেই সব গানের। গানের সঙ্গে যুক্ত করেন বিদেশি মডেল। এরই ধারাবাহিকতায় এবার পাভেল তৈরি করলেন তার নতুন গান ‘দুবাই শপিং-এ যাবো’। গানটির কথা, সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন আশরাফুল পাভেল। মজার ব্যাপার হলো, গানের কথার সঙ্গে মিল রেখে সত্যি সত্যিই দুবাই গিয়ে গানটির শুটিং করেছেন পাভেল। দুবাইয়ের ভিন্ন ভিন্ন লোকেশনে চিত্রায়ণ করা এই গানে মডেল হিসেবে পারফর্ম করেছেন লেবাননের জনপ্রিয় মডেল লিওয়া খাওয়াসি এবং ভারতের অভিনেত্রী শাইল শর্মা। সিনেমাটোগ্রাফি করেছেন অরুণ পাঠক। নতুন এই গানটি নিয়ে আশরাফুল পাভেল বলেন, গানটির অডিও করার পর মনে হলো, গানটির ভিডিও দুবাইয়ে গিয়ে করলেই পারফেক্ট হবে। যে ভাবা সেই কাজ। কানাডা থেকে পুরো ভিডিও টিম নিয়ে আমরা দুবাই গিয়ে দুই দিন শুটিং করে গানটি শেষ করেছি। অন্য রকম এক অভিজ্ঞতা। আশা করছি দর্শকদের ভালো লাগবে এই গানটি।