January 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 23rd, 2022, 7:39 pm

প্রথম ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়নদের সহজ জয়

অনলাইন ডেস্ক :

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।রোববার (২৩ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে তারা। আইরিশদের দেওয়া ১২৯ রানের লক্ষ্যে লঙ্কানরা পৌঁছে যায় ১৫ ওভারেই। রান তাড়া করতে নেমে নবম ওভারে দলীয় ৬৩ রানে আউট হন ধনঞ্জয়া ডি সিলভা। তিনি করেন ২৫ বলে ৩১। এরপর অবিচ্ছিন্ন ৭০ রানের জুটি গড়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। ৪৩ বলে ৬৮ রানের হার না মানা ইনিংস খেলেন কুশল মেন্ডিস। ৩১ রানে অপরাজিত থাকেন আসালাঙ্কা। এর আগে, নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর ৪২ বলে ৪৫ ও পল স্টারলিং ২৫ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। জর্জ ডকরেল ১৪ ও লরকান টাকার ১০ রান করেন। এ ছাড়া আর কোনো আইরিশ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেস থিকসানা দুটি করে উইকেট পান। বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা ও চামিকা করুণারতেœর শিকার একটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন কুশল মেন্ডিস।