January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 24th, 2022, 8:36 pm

চলে গেলেন নির্মাতা ও প্রযোজক আজিজুর রহমান বুলি

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার একসময়ের আলোচিত নির্মাতা ও প্রযোজক আজিজুর রহমান বুলি (৭৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৪ অক্টোবর) ভোর ৩টা ২০ মিনিটে রাজধানীর উত্তরায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এই খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। জানা গেছে, সোমবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টর মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। আজিজুর রহমান বুলির সিনেজীবন শুরু হয় প্রযোজক হিসেবে। সত্তরের দশকে ‘নাচের পুতুল’ নামের একটি সিনেমা প্রযোজনা করেন তিনি। এরপর ১৯৮০ সালে তিনি ‘শেষ উত্তর’ সিনেমার মাধ্যমে শুরু করেন পরিচালনা। আজিজুর রহমান বুলি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছিলেন। দীর্ঘ রুপালি পথচলায় প্রায় অর্ধশত সিনেমা প্রযোজনা ও পরিচালনা করেছেন আজিজুর রহমান বুলি। এর মধ্যে রয়েছে ‘শেষ উত্তর’, ‘লাভ ইন সিঙ্গাপুর’, ‘নেপালি মেয়ে’, ‘দেশ বিদেশ’, ‘বাপের বেটা’, ‘শ্বশুর বাড়ি’, ‘আজকের শয়তান’, ‘লালু সর্দার’, ‘রঙিন প্রাণ সজনী’, ‘ডান্ডা মেরে ঠান্ডা’, ‘রাজা রানী বাদশা’ ইত্যাদি।