অনলাইন ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের মাঠে চলছিলো জমজমাট কনসার্ট। হাজার হাজার শ্রোতায় ভরে গেছে মাঠসহ পুরো এলাকা। কনসার্টের অন্যতম আকর্ষণ হালের সংগীত তারকা ইমরান মাহমুদুল। স্টেজে ওঠার পর কণ্ঠে তুলছিলেন নিজের জনপ্রিয় গানগুলো। তাতে চিৎকার-করতালির সঙ্গে কণ্ঠ মেলাচ্ছেন ভক্তরাও। ‘পোড়ামন ২’ সিনেমার ‘ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো’ এ গানে যখন মঞ্চ মাতাচ্ছেন ইমরান, তখন এক ভক্তের কা-ে অবাক হন তিনি। স্টেজের কিনারে এসে একটা প্যাকেট গায়কের হাতে দিতে চাইছেন এক তরুণী। ইমরান এগিয়ে গেলেন, ভক্তের ভালোবাসা গ্রহণ করলেন। গানটি শেষ করে সেই ভক্তকে স্টেজে তোলেন, তার সঙ্গে সেলফিতেও পোজ দেন। সাধারণত ভক্তরা উপহার দিয়ে বাসার নিচে হাজির হন। কিন্তু এমন জনজোয়ারে ভরা কনসার্টে কেউ উপহার নিয়ে আসেন না। কেননা মানুষের ভিড় ঠেলে প্রিয় তারকার কাছে যেতে পারবেন কিনা, সেটা নিয়ে সর্বোচ্চ অনিশ্চয়তা থাকে। এরপরও ভালোবেসে উপহার নিয়ে এসেছেন দেখে মুগ্ধ হয়েছে ইমরান। বিষয়টি নিয়ে ইমরানবলেন, ‘সচরাচর কনসার্টে কেউ গিফট দেয় না। কারণ সে যখন গিফটা কেনে, সে তো এটাও ধারণা করেছে যে, আমার কাছে আদৌ পৌঁছাতে পারবে কিনা। কনসার্টে একদম স্টেজ পর্যন্ত আসতে পারবে কিনা, সে নিশ্চিত ছিলো না; তারপরও কিনেছে। এই ভালোবাসাটা আমাকে ছুঁয়ে গেছে।’ ১৬ অক্টোবরের সেই কনসার্ট শেষে বাসায় ফিরে ইমরান উপহারের ওই প্যাকেট খুলে দেখেন, তাতে রয়েছে একটি পাঞ্জাবি ও গ্রিটিং কার্ড। ওই ভক্তের নাম নাবিলা ইয়াসমিন মোনালি। তিনি জানান, পাঞ্জাবি ও কার্ডের নকশাগুলো তিনি নিজের হাতে এঁকেছেন। দীর্ঘ সাত বছর ধরে ইমরানের সঙ্গে দেখা করার ইচ্ছে পুষে রেখেছিলেন এই তরুণী। অবশেষে সেই ইচ্ছে পূর্ণতা পেয়েছে। এমন ভক্তদের জন্যই ইমরানের সংগীত সাধনা। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশ হচ্ছে তার নতুন একটি গান। যেটার শিরোনাম ‘তুই কি আমায় ভালোবাসিস’। এটি মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর প্রথম গান। প্রকাশ হচ্ছে সিনেমাটির নায়িকা পরীমণির জন্মদিন উপলক্ষে। এতে পরীর সঙ্গে রোম্যান্স করেছেন সিয়াম আহমেদ।
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’