January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 24th, 2022, 8:30 pm

আবারও মা হচ্ছেন শুভশ্রী

অনলাইন ডেস্ক :

ফের মা হতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় জোর চর্চা চলছে। মূলত, সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে মা হতে যাওয়ার ইঙ্গিত দেন এই নায়িকা; তারপরই শুরু হয় এই গুঞ্জন। তবে এ বিষয়ে এখনো মুখ খুলেননি শুভশ্রী। কিন্তু তার বোন অভিনেত্রী দেবশ্রী গাঙ্গুলি বিষয়টি নিয়ে কথা বলেছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন-‘শুভশ্রী একবার মা হয়েছে, আবার মা হবে। আমরা সকলেই চাই, শুভশ্রী আবার মা হোক। সেইরকম একটা প্ল্যান রয়েছে।’ দেবশ্রীর এ বক্তব্য জল্পনার পালে নতুন করে হাওয়া দিয়েছে। কিন্তু শুভশ্রীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি পরিষ্কার করেননি তিনি। দেবশ্রী বলেন-‘পরিবারের সবাই চাই, ইউভানের একটা ছোট বোন হোক। তবে ইউভান এখন খুবই ছোট। এখনই যদি শুভশ্রী প্রেগন্যান্ট হয়ে যায় তাহলে ওর ওপরে খুব চাপ পড়বে। তাই এখনই শুভশ্রী প্রেগন্যান্ট হোক সেটা আমরা চাই না। আরো দু’ বছর যাক; তারপর শুভশ্রী আরো একটি বেবি নেবে।’ টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেছেন শুভশ্রী গাঙ্গুলি। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে। সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। তার বয়স এখন ২ বছর।