অনলাইন ডেস্ক :
গত শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’। মুক্তির শুরু থেকেই বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ ব্যবসা করছে ডোয়াইন জনসন অভিনীত ছবিটি। মুক্তির চার দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১৫০০ কোটি টাকা! ভারতেও ছবিটি নিয়ে দর্শকের উত্তেজনা চরমে। এই কয়দিনে শুধু ভারতীয় বক্স অফিসে ছবিটি আয় করেছে ২৩ কোটি রুপির বেশি। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত সুপারহিরো চলচ্চিত্র ‘দ্য ব্যাটম্যান’ ভারতে মুক্তির প্রথম দিনে প্রায় সাত কোটি রুপি আয় করেছিল। সেই অনুপাতে ‘ব্ল্যাক অ্যাডাম’ এর আয় যে আরো বৃদ্ধি পাবে তা নিয়ে যথেষ্ট ইতিবাচক বক্স অফিস বিশ্লেষকরা। ‘ব্ল্যাক অ্যাডাম’ হলো ওয়ার্নার ব্রাদার্স এবং নিউ লাইন সিনেমার চলচ্চিত্র ‘শাজাম’-এর স্পিন-অফ। চরিত্রটি প্রথম ১৯৪০-এর দশকে ডিসি কমিক্সে একজন ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছিল। কয়েক বছর পর ২০০০ সালে এটি অ্যান্টি-হিরো হিসেবে আবির্ভূত হয়। মিশরীয় দেবতাদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ব্ল্যাক অ্যাডাম। প্রায় পাঁচ হাজার বছর পর পার্থিব সমাধি থেকে মুক্ত হয়েই আবারও কারাবন্দি হন তিনি। শুরু হয় আধুনিক বিশ্বে ন্যায়বিচার আর প্রতিশোধের এক রোমাঞ্চকর লড়াই। এমনই এক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ডিসি কমিকসের জনপ্রিয় অ্যান্টিহিরো ‘ব্ল্যাক অ্যাডাম’ চলচ্চিত্রটি। প্রথম ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে আলোচনার পারদ উপরে উঠতে শুরু করে। এ ছবির সবচেয়ে বড় আকর্ষণ এতে ব্ল্যাক অ্যাডাম চরিত্রে আবির্ভূত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ‘দ্য রক’ খ্যাত ডোয়েইন জনসন। প্রথমবারের মতো ডিসি কমিকসের কোনো ছবিতে দেখা যাবে তাকে। এ ছাড়াও ছবিটির আরও একটি বড় চমক এতে দেখা গেছে সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসনানকে। ডিসি কমিকসের সুপারহিরো সিরিজের শাজামের প্রধান ভিলেন বলা হয়ে থাকে ব্ল্যাক অ্যাডামকে। যদিও ভিলেন নয়, অ্যান্টিহিরো হিসেবেই বেশি পরিচিত চরিত্রটি। তবে ছবিটিতে জনপ্রিয় এ চরিত্রকে একটু ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন পরিচালক জাউমি কোলেট।
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’