January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 25th, 2022, 8:05 pm

১৫ মাস পর ওয়ানডে দলে ভিন্স-বিলিংস

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চাশ ওভারের ক্রিকেটের লড়াইয়ে নামবে ইংল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটির জন্য জেমস ভিন্স ও স্যাম বিলিংসকে দলে ফিরিয়েছে ইংলিশরা। নভেম্বরের সিরিজটির জন্য মঙ্গলবার (২৫ অক্টোবর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রায় ১৫ মাস পর দলে ফিরেছেন ভিন্স ও বিলিংস। আরও ডাক পেয়েছেন চার বছর আগে সবশেষ ওয়ানডে খেলা ডানহাতি পেসার অলি স্টোন। দলে একমাত্র নতুন মুখ বাঁহাতি পেসার লুক উড। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা ১১ জন আছেন আসছে ওয়ানডে সিরিজের দলে। বৈশ্বিক আসর শেষে পাকিস্তান সফরের টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে আবু ধাবি চলে যাবেন বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন ও মার্ক উড। ২০২১ সালের জুলাইয়ের পর আর ওয়ানডে খেলেননি ভিন্স ও বিলিংস। সবশেষ কয়েক ম্যাচে তাদের পারফরম্যান্স অবশ্য খারাপ ছিল না। বিশেষ করে ভিন্স তো ছিলেন দারুণ উজ্জ্বল; পাকিস্তানের বিপক্ষে খেলা শেষ ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন তিনি। আর ২০২০ সাল থেকে শেষ ৮ ওয়ানডেতে বিলিংস ৫৬ গড়ে রান করেছিলেন। ২৯ বছর বয়সী পেসার স্টোন সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৮ সালে, শ্রীলঙ্কা সফরে। মাঝে ২০২০ সালে একবার দলে ডাক পেলেও খেলার সুযোগ পাননি তিনি। ব্যাট হাতে ছন্দহীনতার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি জেসন রয়ের। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দেওয়া হয় তাকে। তবে ওয়ানডে দলে জায়গা ধরে রেখেছেন এই ডানহাতি ওপেনার। চোটে জনি বেয়ারস্টো বাইরে থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে রয়কেই দেখা যেতে পারে ওপেনিংয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের চারদিন পরই শুরু হবে ওয়ানডে সিরিজটি। অ্যাডিলেইডে ১৭ নভেম্বর প্রথম ওয়ানডে। এরপর সিডনিতে ১৯ ও মেলবোর্নে ২২ তারিখ হবে সিরিজের পরের দুই ম্যাচ। সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ নয়।
ইংল্যান্ডের ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, স্যাম বিলিংস, স্যাম কারান, লিয়াম ডসন, ক্রিস জর্ডান, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, অলি স্টোন, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস ও লুক উড।