নিজস্ব প্রতিবেদক :
আগামীকাল ৭ আগস্ট নয়, ১৪ আগস্ট থেকে দেশজুড়ে গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ আগষ্ট) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্যাম্পেইন চলাকালীন আপাতত একদিন (৭ আগস্ট) গণটিকা দেওয়া হবে। এরপর সাত দিন বন্ধ থাকবে। তারপর আবার ক্যাম্পেইন চালু হবে। তবে চলমান যে টিকাদান কর্মসূচি রয়েছে, তা অব্যাহত থাকবে। ডা. খুরশীদ আলম বলেন, আমাদের বাকি সব পরিকল্পনা ঠিক আছে। লকডাউনে পরিবহনে সমস্যার কারণে ৭ তারিখ রান টেস্ট। ১৪ আগস্ট থেকে গণহারে টিকা কার্যক্রম শুরু হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশে গণহারে টিকা কার্যক্রম পরিচালনায় ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ৬ দিনের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করেই সেই কর্ম পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। ৬ দিনের পরিবর্তে এখন মাত্র একদিন করা হবে এই ক্যাস্পেইন। এরপর ১৪ আগস্ট থেকে গণটিকা কার্যক্রম শুরু হবে। গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেছিলেন, সারাদেশে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে করোনা টিকা প্রয়োগ কার্যক্রম চলমান রয়েছে। সবাইকে টিকার আওতায় আনতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও টিকা কর্মসূচি চালু করা হয়েছে। এ লক্ষ্য আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী করোনার টিকা ক্যাম্পেইন চলবে।
আরও পড়ুন
আগামীকাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
তা’মীরুল মিল্লাত মাদরাসায় ২০২৫ সালের বই বিতরণ উৎসব সফলভাবে সম্পন্ন
কাল থেকে সব জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শুরু