অনলাইন ডেস্ক :
প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র ভালো আছেন, সুস্থ আছেন। মঙ্গলবার রাতে হঠাৎ করেই তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ও মর্মাহত অভিনেতা এবং তার পরিবার। এমন গুজব না ছড়ানোর অনুরোধ করেন তারা। প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া ইসলাম গণমাধ্যমকে জানান, তার শ্বশুর ভালো আছেন, সুস্থ আছেন। কথা বলছেন, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন। তবে বার্ধক্যজনিত দুর্বলতার কারণে তিনি কিছুটা দুর্বল। তাই একান্ত জরুরি কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হন না। প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে-মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম ও সামিউল ইসলাম। এর মধ্যে সামিউল মারা গেছেন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন ২০০০ সালে। এর আগেও প্রবীর মিত্রকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব রটেছিল। যা নিয়ে ভীষণ বিরক্ত অভিনেতার পরিবার। এ অভিনেতার ছেলে মিঠুন মিত্র জানান, ফেসবুকে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য নিয়ে বিব্রত হতে হয় তাদের।
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’