January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 28th, 2022, 7:46 pm

চলে গেলেন ‘বদনাম’ খ্যাত নির্মাতা শিব কুমার

অনলাইন ডেস্ক :

প্রয়াত হয়েছেন বলিউডের বরেণ্য পরিচালক শিব কুমার খুরানা। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের ব্রহ্মাকুমারী গ্লোবাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন শিব কুমার খুরানা। সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। ই-টাইমসের একটি প্রতিবেদনের বরাত জানা গেছে, শুক্রবার (২৮ অক্টোবর) বিকাল ৪-৫টার মধ্যে পশ্চিম আন্ধেরির গুরুদুয়ারা শ্রী সিং সভায় তার প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নব্বই দশকের মাঝামাঝি সময় পর্যন্ত খলনায়ক হিসেবে বলিউডে পরিচিত ছিলেন প্রয়াত অভিনেতা বিনোদ খান্না। পরিচালক শিব কুমার খুরানাই প্রথম তাকে নায়ক হিসেবে তার সিনেমায় চুক্তিবদ্ধ করান। শিব কুমার খুরানা পরিচালিত উল্লেখ্যযোগ্য সিনেমা হলো-ফার্স্ট লাভ লেটার, বদনাম, বদ নসীব, বেগুণাহ প্রভৃতি। পরিচালনার পাশাপাশি বেশ কিছু সিনেমা প্রযোজনাও করেছেন শিব কুমার।