জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনী জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশ ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পুলিশ লাইন্সের ডিলশেড এ অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীন মোহাম্মদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং ফেনী জেলা কমিটির সভাপতি হাজী আলাউদ্দিন। আলোচনা সভায় ফেনী জেলা পুলিশের অফিসার, ফোর্স ও কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ছাগলনাইয়া থানার এসআই (নিরস্ত্র)/মোহাম্মদ মনিরুল ইসলাম ফেনী জেলার শ্রেষ্ঠ সিপিও এবং কমিউনিটি পুলিশিং ছাগলনাইয়া পৌর কমিটির সদস্য সচিব বদরুদ্দোজা ভূঞা তারেক ফেনী জেলার শ্রেষ্ঠ সিপিএম নির্বাচিত হওয়ায় তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।
ফেনীতে কমিউনিটি পুলিশ ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরও পড়ুন
খুলনা বিএল কলেজে পরীক্ষার প্রশ্নে ‘ধানমন্ডি ৩২’ ও ‘শেখ মুজিব’, প্রতিবাদে ছাত্রদের মানববন্ধন
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ
উম্মুক্ত হলো পাইকগাছার নাছিরপুর খাল ; মাছ ধরার উৎসবে জনতার ঢল