জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর মঙ্গলবার দিবসটি উদযাপন উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও চারাগাছ রোপন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ’র সভাপতিত্বে আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল,মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। সহকারি শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহমুদুর রহমান। আরো বক্তব্য রাখেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) এর নির্বাহী পরিচালক মোঃ চান মিয়া প্রমুখ। অনুভূতি প্রকাশ করেন যুব ঋণ গ্রহিতা হারুনর রশিদ, সনদ গ্রহনকারী মানিক মিয়া। আলোচনার আগে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উপভোগ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শ্রবন করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২