January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 1st, 2022, 9:41 pm

তথ্য, স্থানীয় সরকারে ফের নতুন সচিব

হুমায়ুন কবীর খোন্দকার

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (১লা নভেম্বর) এক প্রজ্ঞাপনে হুমায়ুন কবীরকে তথ্য সচিব নিয়োগ দিয়েছে। শিল্প সচিব জাকিয়া সুলতানাকে গত ২৭ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছিল। মঙ্গলবার (১লা নভেম্বর) সেই প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। তাই শিল্প মন্ত্রণালয়েই থাকছেন জাকিয়া। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে গত ১৬ অক্টোবর বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। এরপর থেকে তথ্য সচিবের পদটি শূন্য ছিল। অন্যদিকে গত ৩১ অক্টোবর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেনকে সিনিয়র সচিব করে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছিল। মঙ্গলবার(১লা নভেম্বর)  সেই প্রজ্ঞাপন বাতিল করে কামাল হোসেনকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইবরাহিমকে স্থানীয় সরকার বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে বদলির আদেশাধীন বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানকে পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীকে গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়।