December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 2nd, 2022, 1:12 pm

খুলনায় ১৪ মেট্রিক টন ওএমএসের চাল উদ্ধার

সরকারি বরাদ্দ ওএমএসের ১৪ মেট্রিক টন চাল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১ নভেম্বর) খুলনা নগরীর বড় বাজারের নামসর্বস্ব একটি গোডাউন থেকে এই চাল উদ্ধার করা হয়।

এসময় গোডাউনের মালিক নাদিম আহমেদ ও কর্মচারী রবিউল ইসলামকে আটক করা হয়।

উদ্ধার হওয়া চালের বর্তমান বাজার মূল্য চার লাখ ২০ হাজার টাকা।

র‍্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি বরাদ্দ ওএমএসের চাল গোপনে বাজারে বিক্রি করে আসছে।

বিভিন্ন মাধ্যমে খবরের ভিত্তিতে বড় বাজারের গোডাউনে অভিযান চালিয়ে চাল উদ্ধার করা হয়।

তারা কিভাবে এসব চাল বিক্রি করছে, কারা তাদেরকে সরকারি চাল পাইয়ে দিতে সহায়তা করছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।

—ইউএনবি