January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 2nd, 2022, 7:26 pm

প্রথমবার মেয়ের নির্দেশনায় রজনীকান্ত

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে তার কন্যা নির্মাতা ঐশ্বরিয়ার রজনীকান্তের পরিচালনায় কখনো অভিনয় করেননি তিনি। প্রথমবার কন্যার নির্দেশনায় অভিনয় করতে যাচ্ছেন রজনীকান্ত। একটি সূত্র পিংকভিলাকে বলেন-‘ঐশ্বরিয়া রজনীকান্ত তার তৃতীয় সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। করোনা সংকটের সময়ে তৃতীয় সিনেমা নির্মাণের জন্য বেশ কটি প্লট নিয়ে চিন্তা করেন ঐশ্বরিয়া। যাতে তার বাবা রজনীকান্ত অভিনয় করবেন। পরে বিষয়বস্তু রজনীকান্তের সঙ্গে শেয়ার করেন ঐশ্বরিয়া। গল্পের প্লট শোনার পর কাজটি করার জন্য দারুণ আগ্রহ প্রকাশ করেন রজনীকান্ত। করোনা সংকট বেশ আগে কেটে গেছে। কিন্তু এতদিন সময় নিয়েছেন চিত্রনাট্য রচনার জন্য।’ লাইকা প্রোডাকশনস নাম ঠিক না হওয়া সিনেমাটি প্রযোজনা করবে। গল্প শোনার পর প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ একবাক্যে সম্মতি জ্ঞাপন করেছেন। এসব তথ্য উল্লেখ করে সূত্রটি বলেন-‘আগামী ৫ নভেম্বর সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে। খুব শিগগির শুটিং শুরু করবেন ঐশ্বরিয়া। তবে সিনেমাটিতে আরো কে কে অভিনয় করবেন তা জানা যায়নি।’ ২০১৮ সালে ‘২.০’ সিনেমায় অভিনয় করেন রজনীকান্ত। এটি প্রযোজনা করে লাইকা প্রোডাকশনস। দীর্ঘ বিরতির পর ফের একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে কাজ করতে যাচ্ছেন এই সুপারস্টার। ঐশ্বরিয়া রজনীকান্তের আরেক পরিচয় তিনি অভিনেতা ধানুশের প্রাক্তন স্ত্রী। সম্প্রতি ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন ধানুশ। ঐশ্বরিয়া রজনীকান্ত নির্মিত সিনেমাগুলো হলো-‘থ্রি’ (২০১২), ‘ভাই রাজা ভাই’ (২০১৫)।