অনলাইন ডেস্ক :
গাইনি ডাক্তার পরীক্ষা করে জানালেন অভিনেত্রী অহনার পেটে যমজ সন্তান। বিষয়টি অহনা মানতে নারাজ। এ নিয়ে তার ব্যক্তিজীবনে নেমে আসে ঝড়। এমন কথা শুনে ভালোবাসার মানুষটিও দূরে চলে যাচ্ছে। এখন কী করবেন তিনি? কাউকেই বোঝাতে পারছেন না, আসলে তিনি গর্ভবতী নন। কোথাও কোনো ভুল হচ্ছে! অহনার জীবনের এমন ঘটনা আসলে বাস্তবে নয়, নাটকে। বৈশাখী টেলিভিশনের সামাজিক নাটক ‘ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া’। মহিন খানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, অহনা, রকি খান, রতœা খান প্রমুখ। পরিচালক মহিন খান বলেন, ‘শামীম হাসান সরকার ও অহনা দুজন দুজনকে ভালোবাসেন। অহনা অসুস্থ হয়ে পড়লে শামীম হাসান তাকে নিয়ে যান তার মেয়ে বন্ধু এক ডাক্তারের কাছে। তিনি নানা পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, অহনার পেটে যমজ বাচ্চা। এ কথা শুনে অজ্ঞান হয়ে পড়েন শামীম হাসান সরকার। এরপর থেকেই নানা হাস্যরসের মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনি।’ মহিন খান আরো বলেন, ‘হাস্যরসে ভরপুর নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ নাটকটি প্রচারিত হবে আজ বৃহস্পতিবার রাত ১০টায়।
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’