জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা):
বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয় এর জন্য রাত ৮ টার পর থেকে দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে। সপিং মল, বিপনীবিতান, কাঁচাবাজার বন্ধের নির্দেশ অমান্য করায় ডামুড্যা বন্দরে দুই ব্যবসায়িকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। ভাই ভাই বেকারীকে এক হাজার টাকা, মাসুদ ষ্টোরকে এক হাজার জরিমানা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবিতা সরকার। উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, গত মঙ্গলবার সকালে মাইকিং করে ডামুড্যা উপজেলায় বিভিন্ন মোড়ে মোড়ে মাইকিং করা হয়েছে। রাত ৮ টার পরে ঔষদের ফামের্সী ছাড়া কোনো দোকানপাট খোলা রাখা যাবে না।
আরও পড়ুন
সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা হবে –রংপুরে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ
অবশেষে আলোচিত সেই এনজিও থেকে বাছুর বুঝে পেলেন দশ নারী
সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবস পালন