প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি বৃহস্পতিবার শ্রদ্ধা নিবেদন করেছেন।
১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নিহত জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান স্মরণে দিবসটি পালন করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যার মাত্র তিন মাস পর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
দিবসটি পালনে প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রথমে সরকার প্রধান ও পরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
তার সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী পরে বনানী কবরস্থানে ১৫ আগস্ট ও ৩ নভেম্বর ১৯৭৫ সালের হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান।
—ইউএনবি
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
সরকারি দপ্তরে তদবির বন্ধে যে পদক্ষেপ নিলেন নাহিদ
ইসলামে সম্মানিত মাস রজব