January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 3rd, 2022, 7:14 pm

বিয়ে করলেন দুই নারী মডেল

অনলাইন ডেস্ক :

একজন আর্জেন্টিনার আর একজন পুয়ের্তো রিকোর। দু’জনেই নিজের নিজের দেশে সেরা সুন্দরীর তকমা পেয়েছেন। সমলিঙ্গের হয়েও এবার বিয়ে করলেন এই দুই নারী মডেল। তাদের একজনের নাম ম্যারিয়ানা ভারেলা, অন্যজন ফ্যাবিওলা ভ্যালেন্টিন। গত শুক্রবার বিয়ে করেছেন তারা। গত শুক্রবার আংটি বদলের মাধ্যমে মারিয়ানা এবং ফাবিওলার চার হাত এক হয়েছে। শুরু হয়েছে প্রেমিকা যুগলের নতুন যাত্রা। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এ ঘোষণা দেন এই সমকামী দম্পতি। যেখানে উঠে এসেছে ম্যারিয়ানা ভারেলা ও ফ্যাবিওলা ভ্যালেন্টিন একসঙ্গে ছুটি কাটানোর কিছু মুহূর্ত। পাশাপাশি বিয়ের মুহূর্তের কিছু অংশ ভিডিওটিতে শেয়ার করেছেন তারা। সেখানে দেখা যায়, বিয়ের দিন সাদা রঙের পোশাকে সেজেছিলেন তারা। ভিডিওটির ক্যাপশনে লেখেন, ‘আমাদের সম্পর্কটি গোপন রেখেছিলাম। আমাদের বিশেষ দিন ২৮ অক্টোবর ২০২২, সবাইকে তা জানিয়ে দিলাম।’ জানা গেছে, ম্যারিয়ানা ভারেলা আর্জেন্টিনার নাগরিক। ‘মিস আর্জেন্টিনা’ বিজয়ী তিনি। ২০১৯ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে পোয়ের্তো রিকোর বাসিন্দা ফ্যাবিওলা ভ্যালেন্টিন। সুন্দরী প্রতিযোগিতা ‘মিস পোয়ের্তো রিকো’-এর সেরা তিনে জায়গা করে নেন তিনি। ২০২০ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’-এ অংশ নেন ম্যারিয়ানা ও ফ্যাবিওলা। এ প্রতিযোগিতা থেকেই তাদের বন্ধুত্ব।