January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 4th, 2022, 8:32 pm

চট্টগ্রাম বিমানবন্দরে ১১০ কার্টন বিদেশি সিগারেট জব্দ, প্রবাসী আটক

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১১০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)।পরে আমান উল্লাহ নামে এ যাত্রীকে আটক করা হয়।

শুক্রবার দুপুরে শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

আটক যাত্রী আমান উল্লাহ জেলার ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।

জব্দ করা সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসলিম আহমেদ জানান, শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৬৩ ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এসময় গোপন সংবাদ থাকায় আমান উল্লাহকে চ্যালেঞ্জ করে ব্যাগ তল্লাশি করে সেখানে দায়িত্বরত এনএসআই টিম।

পরে ওই ব্যক্তির ব্যাগ থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১১০ কার্টন সিগারেট জব্দ করা হয়। সিগারেটগুলো কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক আমান উল্লাহর বিরুদ্ধেও কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

—ইউএনবি