জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :
কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে রাঙ্গিছড়া ফুটবল ক্লাবের আয়োজনে ‘টিভি অ্যান্ড টিভি নকআউট ফুটবল’ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ট্রাইবেকারে ৪-১ গোলে জয় পেয়েছে কুলাউড়া থানা পুলিশ
দল। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় স্থানীয় রাঙ্গিছড়া মাঠে কুলাউড়া থানা পুলিশ দল ও প্রতাবী ফুটবল একাদশ দলের মধ্যকার এ খেলা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ের দুই দলই ০ গোলে ম্যাচ ড্র করে। ফলে, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাতে কুলাউড়া থানা দল ৪ বার বল জালে জড়ায়।
বিপরীতে প্রতাবী ফুটবল একাদশ ১ বার বল জালে জড়াতে পারে। ফলে ফাইনাল খেলায় জায়গা করে নেয় কুলাউড়া থানা পুলিশ দল। এই খেলা দেখতে ভিড় করেছিল আশপাশের কয়েক হাজার মানুষ।
জমজমাট খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হাসান মোঃ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক, ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মোঃ মমদুদ হোসেন,
কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান মোসাদ্দিক আহমদ নোমান, সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জুবায়ের সিদ্দিকী সেলিম, কুলাউড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক মোঃ জীবন রহমান, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সাংবাদিক মহি উদ্দিন রিপন প্রমুখ। এসময় সাবেক ইউপি সদস্য মুহিব আহমদ, রাঙ্গিছড়া ফুটবল ক্লাবের সভাপতি শেখ রুহেল, সাধারণ সম্পাদক লিটন মিয়া, মাঠ পরিচালনা কমিটির সভাপতি রাহেল মিয়া, সহ-সভাপতি মতিন মিয়া, আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিয়াসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় ধারাভাষ্যকার ছিলেন কুলাউড়া থানার এসআই এনামুল ইসলাম, এএসআই তাজুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ময়নুল ইসলাম পংকি ও শিপার আহমদ।
খেলা শেষে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া উভয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এই জমজমাট খেলায় উভয় দল খুবই ভালো খেলেছে। তাই দুই দলকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন। খেলায় জয়-পরাজয় থাকবেই। এই খেলার মধ্য দিয়ে পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পর্ক আরো গভীর হলো। সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। তাই পুলিশ বিভাগ জনগণকে সেবা দেয়ার পাশাপাশি খেলাধুলায়ও অংশ নিচ্ছে। এটা নিছক আনন্দের বিষয়। তিনি ক্রীড়ামোদীদের খেলাধুলা ও ক্রীড়া চর্চার জন্য উপস্থিত খেলার আয়োজক, সকল দর্শকদের আহবান জানান।
কুলাউড়া থানা পুলিশ টিম ম্যানেজার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক জানান, পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়- সাধারণ মানুষের সাথে যে সবসময় মিলেমিশে থাকে এই খেলাটি তার প্রমাণ। সেমিফাইনাল খেলায় জাতীয় দলের তারকা খেলোয়াড়সহ বিদেশী খেলোয়াড়রা কুলাউড়া থানা পুলিশের পক্ষে খেলেছেন। আগামী খেলায়ও জাতীয় দলের বিভিন্ন তারকা ফুটবলার ও বিদেশী ফুটবলাররা কুলাউড়া থানা পুলিশের হয়ে খেলবেন।
উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করেছিল। ফাইনাল খেলায় রবিরবাজার সবুজ দলের সাথে মোকাবেলা করবে কুলাউড়া থানা পুলিশ দল। খুব শীঘ্রই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
আরও পড়ুন
পাঠ্য বইয়ে অভ্যূত্থানের ইতিহাস বিকৃতি চেষ্টার প্রতিবাদে রংপুরে মানববন্ধন
কোম্পানীগঞ্জে নির্বাহী অফিসার’র নম্বর ক্লোন শিক্ষকের কাছে টাকা দাবি
বেরোবির ছাত্র সংসদ নির্বাচন