Sunday, November 6th, 2022, 12:13 pm

সখীপুরে সমবায় দিবস পালিত

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল (সখীপুর) :

টাঙ্গাইলের সখীপুরে শনিবার ৫১তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা সমবায় দপ্তর শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম। অন্যান্যের মধ্যে পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, অধ্যক্ষ আলীম মাহমুদ, সমবায় কর্মকর্তা নাসির উদ্দিন, খলিলুর রহমান, কেবিএম রুহুল আমীন প্রমুখ বক্তব্য দেন।