জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :
পটুয়াখালীর কলাপাড়ায় রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঝলসে গেছে মৃতের শরীরের অধিকাংশ চামড়া। উপজেলার লতাচাপলি ইউনিয়নের খাজুরা বাহামকান্দা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। রবিবার সকালে মহিপুর থানা পুলিশ খবর পেয়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। এ সময় ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত রশি ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, ওই ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন
কালকিনিতে সরিষার বাম্পার ফলনের সঙ্গে মধু উৎপাদনের সম্ভাবনা!
রাজারহাটে অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের ১২ ঘরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি
তারেক রহমানের নেতৃত্বেই দেশে এবার ধানের শীষের বিজয় হবে