Monday, November 7th, 2022, 5:02 pm

গুলশান কেন্দ্রীয় মসজিদের পেছনে বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন

ফাইল ছবি

রাজধানীর গুলশানের কেন্দ্রীয় মসজিদের পেছনে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে সোমবার সকালে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৮টায় গুলশান-২ নম্বরের কেন্দ্রীয় মসজিদের পিছনে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এছাড়া কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।

—-ইউএনবি