অনলাইন ডেস্ক :
গত পাঁচ বছরে একটাও নতুন অ্যালবাম বের হয়নি তার। সবশেষ ‘অ্যান্টি’ নামের অ্যালবামটি প্রকাশ হয়েছিল ২০১৬ সালে। তারপরও রিয়ান্না হয়ে গেলেন নারী সংগীত তারকাদের মধ্যে সেরা ধনী! গোটা বিনোদন জগত বিবেচনা করলেও ধনী নারীদের মধ্যে অপরাহ উইনফ্রের পরই আছেন তিনি। রবিন ফেন্টি ওরফে রিয়ান্নার ১৭০ কোটি ডলারের রহস্যটা তবে কী? উত্তর জানালো ফোর্বস ম্যাগাজিন। বারবাডোস বংশোদ্ভুত ৩৩ বছর বয়সী রিয়ান্নার মূল রোজগার এখন পুরোপুরি তার প্রসাধন বাণিজ্যনির্ভর। রিয়ান্নার বিউটি লাইন ফেন্টি বিউটির অর্ধেকটার মালিকানাই তার নামে। এর বাইরে আছে অন্তর্বাসের প্রতিষ্ঠানও। ওই কোম্পানিরও বাজার দর ১০০ কোটি ডলার। রিয়ান্নার পরই আছেন ম্যাডোনা। তার মোট সম্পদ এখন ৮৫ কোটি ডলার। অন্যদিকে নারী এন্টারটেইনারদের মধ্যে সবার ওপরে থাকা আমেরিকান টক শো হোস্ট, প্রযোজক, লেখক ও সমাজকর্মী অপরাহ উইনফ্রে মোট ২৭০ কোটি ডলার নিয়ে আছেন এক নম্বরে। সূত্র: ফোর্বস
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম