অনলাইন ডেস্ক :
আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিং তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের ব্যাটার লিটন দাস, স্পিনার নাসুম আহমেদ ও বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের। টি-টোয়েন্টির র্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় ৫ ধাপ এগিয়ে ৩১ নম্বরে জায়গা করে নিয়েছেন লিটন। যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এটিই সেরা র্যাংকিং। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন ২ ধাপ এগিয়ে এখন আছেন ৪৭তম স্থানে। পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভে বাংলাদেশের পঞ্চম ও শেষ ম্যাচে ৫৪ রান করেন নাজমুল হোসেন শান্ত। প্রথমবার মত সেরা ১শতে জায়গা পাওয়া শান্ত আছেন ৩৯৮ রেটিং নিয়ে ৮৮ নম্বরে। বোলিং র্যাংকিংয়ে ৬ ধাপ উন্নতি হয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন নাসুম। বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা এখন নাসুমই। ৫ ধাপ এগিয়ে মুস্তাফিজ আছেন ৩৬তম স্থানে আছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব আল হাসান ৩১তম স্থানে, পেসার তাসকিন আহমেদ আছেন ৫০ নম্বরে ও হাসান মাহমুদের অবস্থান ৮৩তম। বোলিং র্যাংকিংয়ে আবারও শীর্ষস্থান দখলে নিয়েছেন শ্রীলংকার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। গত শনিবার গ্রুপ পর্বে শ্রীলংকার শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ২৩ রানে ২ উইকেট নেন ডি সিলভা। এতে এ পর্যন্ত এবারের বিশ^কাপে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান ডি সিলভা। এখন পর্যন্ত প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভ পর্ব মিলিয়ে ৮ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছেন তিনি। আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানকে টপকে টি-টোয়েন্টির বোলারদের তালিকায় শীর্ষস্থান ফিরে পান হাসারাঙ্গা। ৭০৪ রেটিং আছে হাসারাঙ্গার। ৬৯৮ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে অছেন রশিদ। ৮৬৯ রেটিং নিয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব। ২৫২ রেটিং নিয়ে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল