জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :
করবো বীমা গর্ব দেশ, উন্নয়ণের বাংলাদেশ এ ধারাবাহিকতা সামনে রেখে ডামুড্যা উপজেলায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর উন্নয়ণ সভার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ই নভেম্বর সকাল ১০ ঘটিকায় ডামুড্যা ন্যাশনাল লাইফ এর ব্রাঞ্চ অফিস কার্যালয়ে এ উন্নয়ণ সভার আয়োজন করেন। উক্ত সভার প্রধান অতিথি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর এ.এম.ডি ও সি.এফ.ও প্রবীর চন্দ্র দাস, তিনি বলেন এলাকায় গিয়ে কোন গ্রাহককে ভুল বুঝানোর চেষ্টা করবেন না। ন্যাশনাল লাইফের কথা বলবেন যদি সে বুঝতে পারে ভালভাবে তাহলে সে বীমা গ্রহক হবে। গ্রহককে কোন ক্রমেই ভুল বুঝাবেন না। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর এরিয়া ডি.ভি.পি তাজুল ইসলাম। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স শরীয়তপুর জেলার জেনারেল ম্যানেজার বাবুল হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জনবীমা ফরিদপুর ও বরিশাল জোনের আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা গোসাইরহাট ব্রাঞ্চ ম্যানেজার শফিকুল ইসলাম ভূইয়া সহ বিভিন্ন উপজেলার বীমা গ্রহক ও কর্মীগণ।
আরও পড়ুন
মুরাদনগরে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে বিএনপি নেতা কায়কোবাদ
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়: গোলাম পরওয়ার