January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 10th, 2022, 7:59 pm

‘হ্যারি পটার’ খ্যাত লেসলি ফিলিপস আর নেই

অনলাইন ডেস্ক :

না ফেরার দেশে চলে গেলেন ‘হ্যারি পটার’ খ্যাত বরেণ্য ব্রিটিশ অভিনেতা লেসলি ফিলিপস। লন্ডনে নিজ বাসায় ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় এই অভিনেতার বয়স হয়েছিল ৯৮ বছর। লেসলির স্ত্রী জারা যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানকে বলেন, আমি দারুণ একজন স্বামীকে হারালাম। আর মানুষ হারিয়েছে সত্যিকারের একজন শোম্যানকে। তিনি জাতীয় সম্পদ ছিলেন। কিন্তু মানুষ হিসেবে খুবই সাধারণ ছিলেন। মানুষ তাকে ভালোবাসতেন। ১৯৮৭ সালে মঞ্চের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন লেসলি। পরের বছরই চলচ্চিত্রে নাম লেখান। ১৯৫৭ সালে জিন কেলির মিউজিক্যাল ফিল্ম ‘লেস গার্লসে’ অভিনয় করে সকলের নজর কাড়েন। ১৯৫৯ এবং ১৯৬০ সালে ‘ক্যারি অন নার্স’, ‘ক্যারি অন টিচার’ এবং ‘ক্যারি অন কনস্টেবল’-এ অভিনয় করেন লেসলি ফিলিপস। পরে উচ্চমানের কমিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন লেসলি। ‘ভেনাস’ সিনেমায় অভিনয় করে লেসলি ফিলিপস দারুণ প্রশংসিত হন। এজন্য অস্কারসহ বেশ কিছু পুরস্কার প্রতিযোগিতা নমিনেশন পেয়েছিলেন তিনি। ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজিতে সটিং হ্যাটে কণ্ঠশিল্পী হিসেবে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন লেসলি ফিলিপস। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।