অনলাইন ডেস্ক :
নির্মাতা ও অভিনেতা আশুতোষ সুজন। জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণের ‘দেশান্তর’ উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করেছেন তিনি। সিনেমাটির নামও দিয়েছেন ‘দেশান্তর’। আজ শুক্রবার এটি মুক্তি পাচ্ছে। ‘দেশান্তর’ সিনেমার প্রচারের অংশ হিসেবে গত বুধবার রাতে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে পরিচালক আশুতোষ সুজন বলেন, ‘আমার ছবিটি বাংলাদেশের বেশকিছু সিঙ্গেল স্ক্রিনে চলবে না। আসলে আমি চালাতেও চাই না। প্রথমতো আমি চালাতে চাই সিনেপ্লেক্সগুলোতে। তারপর ধীরে ধীরে বিভাগীয় শহরগুলো আমার এই ছবিটা ছড়াতে চাই।’ তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমি যতদূর জানি ঢাকায় যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমায় সিনেমাটি চলবে বলে নিশ্চিত করে বলতে পারছি। আর কিছু হলের নাম হয়তো আমরা জানাতে পারব। আর বসুন্ধরা সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলেছেন সামনের সপ্তাহে আমাদের সিনেমাটি তারা দেখাবেন।’ আহমেদ রুবেল বলেন, গুণদার (কবি নির্মলেন্দু গুণ) উপন্যাস অবলম্বনে সিনেমা ‘দেশান্তর’। সিনেমায় কাজ করতে গিয়ে প্রথম থেকে ভয়ে আছি। তার লেখা চরিত্র ফুটিয়ে তুলতে পারছি কিনা বলতে পারছি না। তবে আমি আমার সবটা দিয়ে অভিনয়ের চেষ্টা করেছি। দর্শক হলে গিয়ে দেখলে বুঝতে পারবেন। এ সিনেমাটিতে নতুন একটি ভিজ্যুয়াল গল্প দেখবেন দর্শক। এখন যেভাবে নতুন গল্পের সিনেমা যেভাবে মুক্তি পাচ্ছে। তাতে আমাদের সিনেমার আবার সুদিন ফিরে আসবে বলে আশা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমাটির অভিনয়শিল্পী, আহমেদ রুবেল, ইয়াস রোহানসহ অনেকে। এ সময় দর্শকদের সিনেমার দেখার আহ্বান জানান তারা। দেশভাগের গল্প নিয়ে নির্মিত দেশান্তর-এ আরও অভিনয় করেছেন, চিত্রনায়িকা মৌসুমী, রোদেলা টাপুর, মামুনুর রশীদ, শুভাশিষ ভৌমিকসহ অনেকে।
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’