January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 10th, 2022, 8:03 pm

‘অনুভবে অন্তরে’ নাটকে শিমুল-মৌ

অনলাইন ডেস্ক :

এমন ঘটনা প্রায়শই ঘটে। মানে রং নাম্বরে পরিচয়, অতঃপর সেটি গড়ায় প্রেমে। তেমনই এক ঘটনা ঘটলো এবার ৯০ দশকের জনপ্রিয় দুই মডেল মনির খান শিমুল ও সাদিয়া ইসলাম মৌয়ের জীবনে। টিভি নাটকে বেশ অনিয়মিত এই দুই তারকা মডেলকে নিয়ে নাটক নির্মাণ করলেন হাসান রেজাউল। এর চিত্রনাট্যও তারই। নাম ‘অনুভবে অন্তরে’। এতে অহনা চরিত্রে অভিনয় করেছেন মৌ আর রহস্যময় ফোন কলারের চরিত্রে শিমুল। যেখানে দেখা যাবে শিমুলকে হন্যে হয়ে খুঁজছেন মৌ। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতার বয়ান এমন, পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে একা থাকে অহনা। একদিন সকালবেলা ছেলেকে স্কুলে দিতে বের হওয়ার সময় তার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে। মেসেজ দেখে নাম্বারটিতে ফোন করার পর ওপাশ থেকে সরি বলা হয়। এরপর থেকে মাঝে মাঝেই ওই নাম্বার থেকে মেসেজ আসে। অহনা ফোন করে বিরক্তি প্রকাশ করার পরও একই ঘটনা ঘটতে থাকে প্রতিদিন। কে অহনার সাথে এমন করছে, জানার চেষ্টা করে। কিন্তু ওপাশের মানুষটিকে আবিষ্কার করতে পারে না। আবার রহস্যময় কণ্ঠটি শোনার জন্য নিয়মিত অপেক্ষা করে অহনা। নির্মাতা বলেন, ‘গল্পের এ পর্যায়ে আমরা অহনার মুখোমুখি করি সেই রহস্যময় ব্যক্তিকে। যাকে দেখে রীতিমত চমকে যায় অহনা। শুরু হয়, নাটকের নতুন গল্প। আশা করছি, দর্শকরা মুগ্ধ হবেন গল্পটি দেখে।’ ‘অনুভবে অন্তরে’ প্রচার হবে ১১ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।