অনলাইন ডেস্ক :
গত ৩ এপ্রিল কন্যা সন্তানের মা-বাবা হন তারকা দম্পতি দেবিনা ব্যানার্জি ও গুরমিত চৌধুরী। প্রথম সন্তানের বয়স সাড়ে ৪ মাস পূর্ণ হওয়ার আগে দ্বিতীয় সন্তান আগমনের খবর দিয়ে দারুণ কটাক্ষের শিকার হয়েছিলেন ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় এই দুই তারকা। সব বাধা-বিপত্তি কাটিয়ে দ্বিতীয় সন্তানের মুখ দেখলেন দেবিনা-গুরমিত। শুক্রবার (১০ নভেম্বর) কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দেবিনা। ইনস্টাগ্রাম পোস্টে গুরমিত লিখেন-‘পৃথিবীতে আমাদের কন্যাকে স্বাগত জানাই। আবারো বাবা-মা হয়ে আমরা উচ্ছ্বসিত। নির্ধারিত সময়ের আগে আমাদের মেয়ে পৃথিবীতে এসেছে। আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখুন।’ দেবিনা-গুরমিতের বাবা-মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর শোবিজ অঙ্গনের তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন- সোনু সৌদ, পূজা ব্যানার্জি, করন সিং, রশ্মি দেশাই, হিমাংশু কোহলি, ভারতী সিং প্রমুখ। টিভি অনুষ্ঠান ‘রামায়ণ’-এ প্রথম একসঙ্গে অভিনয় করেন দেবিনা-গুরমিত। এতে তারা রাম ও সীতা চরিত্রে অভিনয় করেন। এ দুটি চরিত্র তাদের ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এ সময়ে সম্পর্কে জড়ান তারা। দীর্ঘ ৬ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে করেন গুরমিত-দেবিনা। অনেক দিন ধরেই সন্তানের অপেক্ষায় ছিলেন এই তারকা দম্পতি। দীর্ঘ দিন বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়েছেন তারা। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে এই দম্পতি ঘোষণা দেন, তাদের সংসার আলো করে আসছে প্রথম সন্তান। পাশাপাশি বেবি বাম্পের ছবিও প্রকাশ করেন দেবিনা। গত ১৬ আগস্ট দ্বিতীয় সন্তান আগমেন খবর দিয়ে দেবিনা ইনস্টাগ্রামে বলেছিলেন-‘কিছু সিদ্ধান্ত ঐশ্বরিকভাবে নির্ধারিত হয়। যা কেউ বদলাতে পারে না। এটি তেমনি একটি আশীর্বাদ। আমাদের পূর্ণতা দিতে সে আসছে।’ শুধু ছোট পর্দা নয়, ‘ওজাহ তুম হো’, ‘পল্টন’-এর মতো সিনেমায়ও অভিনয় করেছেন গুরমিত। অন্যদিকে ‘খামোশ’ সিনেমায় কাজ করেছেন দেবিনা।
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’