January 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 11th, 2022, 7:53 pm

অবশেষে মুখ খুললেন কোহলি-পান্ডিয়ারা

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে বিশাল ব্যবধানে পরাজিত হওয়ার পর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অধিনায়ক রোহিত শর্মা ও সংবাদ সম্মেলনে কথা বলেছেন কোচ রাহুল দ্রাবিড়। সেমির হার নিয়ে মুখ খুলেননি অন্যান্য খেলোয়াড়রা। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুভূতি তুলে ধরেছেন বিরাট কোহলি-হার্ডিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবরা। এ বারের বিশ্বকাপে ৬ ম্যাচে সর্বোচ্চ ২৯৬ রান করা কোহলি টুইটারে লিখেন, ‘স্বপ্নপূরণ না করেই অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে। হতাশ হৃদয় নিয়ে ফিরছি আমরা। কিন্তু দল হিসাবে বেশ কিছু ভাল মুহূর্ত নিয়েও ফিরছি। আমাদের লক্ষ্য থাকবে আরও ভাল খেলে ফিরে আসা।’ সেমিফাইনালে কোহলির সাথে চতুর্থ উইকেটে ৪০ বলে ৬১ রান যোগ করেন পান্ডিয়া। কোহলির মত ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি করেন পান্ডিয়াও। তবে ঝড়ো ইনিংস খেলেন পান্ডিয়া। ১৯০ স্ট্রাইক রেটে ৩৩ বলে ৬৩ রান করে ভারতকে ১৬৮ রানের লড়াকু সংগ্রহ এনে দেন তিনি। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর টুইটারে নিজের অনুভূতি জানিয়েছেন পান্ডিয়া। টুইটের সাথে নিজের ও দলের কয়েকটি ছবিও দিয়েন তিনি লিখেন, ‘বিধ্বস্ত, ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছি। আমার পক্ষে, দলের সবার পক্ষে (এই হার) মেনে নেওয়া কঠিন। আমরা সবাই একটা দল হয়ে খেলেছি। প্রতিটা পদক্ষেপে একসঙ্গে লড়াই করেছি। মাসের পর মাস ধরে পরিশ্রমের জন্য দলের সাপোর্ট স্টাফদের ধন্যবাদ।’ বিশ^কাপে কোহলির পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সূর্যকুমার। ৬ ইনিংসে ২৩৯ রান করেন তিনি। ভারতীয় দলের ছবি পোস্ট করে সূর্য টুইটারে লিখেন, ‘এই হার খুব কষ্টের। খুব কাছে এসেও অনেকটা দূরে রয়ে গেল। সমর্থকদের কাছে কৃতজ্ঞ সমর্থন যুগিয়ে দুর্দান্ত পরিবেশ তৈরি করার জন্য। বিশ্বের যেখানে খেলি তারা পাশে থাকেন। দলের সকলকে ধন্যবাদ একে অপরকে বোঝার জন্য। সকলে যেভাবে একসঙ্গে লড়াই করেছে, তাতে গর্বিত গোটা দলকে নিয়ে। দেশের হয়ে খেলতে পেরে আমি গর্বিত। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো।’