January 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 11th, 2022, 7:53 pm

সাকিবদের কোচ হলেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক

অনলাইন ডেস্ক :

খেলোয়াড়ি জীবনে সাকিব আল হাসানদের মুখোমুখি অনেকবারই হয়েছেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক তাতেন্দা তাইবু। এবার সাবেক জিম্বাবুইয়ান তারকা যুক্ত হলেন টি-টেন লিগের বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সে। দলটিতে সহকারী কোচ হিসেবে কাজ করবেন ৩৯ বছর বয়সী তাইবু। গত বৃহস্পতিবার বাংলা টাইগার্স ফ্রাঞ্চাইজি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে দলটি লিখেছে, জিম্বাবুয়ের একজন কিংবদন্তি যিনি এক যুগ ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি এখন একজন টাইগার। আমরা তাইবুকে টি-টেন লিগে বাংলা টাইগার্সের ৬ষ্ঠ মৌসুমের সহকারী কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত। এবারের মৌসুমে বাংলাদেশিদের প্রাধান্য দিয়েছে দলটি। বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার আফতাব আহমেদকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দলটি। এ ছাড়া মেন্টরের দায়িত্বে থাকবেন প্রখ্যাত কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। গত সেপ্টেম্বর মাসে টি-টেন লিগের ষষ্ঠ আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছিল। সেই ড্রাফটে টাইগার উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও তরুণ টাইগার পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে ভিড়িয়েছিল বাংলা টাইগার্স। তাদের আগে সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে নিয়েছিল তারা। খেলোয়াড়ি জীবনে সাকিব আল হাসানদের মুখোমুখি অনেকবারই হয়েছেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক তাতেন্দা তাইবু। এবার সেই সাকিবের দলের কোচ হিসেবে নিয়োগ পেলেন তাইবু।