কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রেললাইন থেকে শনিবার রাতে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন জানান, কুষ্টিয়া-রাজবাড়ী রেললাইনের কুমারখালীর সিএমবি রেলগেট এলাকায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
রেললাইনে দুর্ঘটনা ঘটেছে বলে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান ওসি।
আশিক নামে এক স্থানীয় বলেন, ‘সাড়ে ৮ টার দিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে যায়। হয়তো ওই ট্রেনে ঘটনাটি ঘটতে পারে।’
—ইউএনবি

আরও পড়ুন
৬ মাসেরও বেশি সময় ধরে ওসমান হাদি হত্যার পরিকল্পনা, ধারণা তদন্তকারী সংস্থার
যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
লক্ষ্মীপুর নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার