গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুট গুদামে রবিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নতুন বাজার এলাকার গুদামটিতে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন যে খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও কাশিমপুর থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি বলে জানান ওই কর্মকর্তা।
—ইউএনবি
আরও পড়ুন
আমেরিকা ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ
বিএনপি চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম
বসুন্ধরা গ্রুপের আনভীরের ভাই সানভীরের লাম্পট্য; নিরাপত্তাহীনতায় তরুণী